ভোর ৫:৫৩,   বৃহস্পতিবার,   ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জমিয়তের শাহীনূর এখন তৃণমূল বিএনপিতে

স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহীনূর পাশা চৌধুরী। নিজের দল ছেড়ে গতকাল রোববার তিনি তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকালে শাহীনূর পাশা চৌধুরী তৃণমূল বিএনপিতে যোগদান এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘জমিয়তের জন্য নিজের জীবন–যৌবন সব শেষ করলাম। অথচ আজ দলের একটি অংশ ষড়যন্ত্র করে আমাকে দল ছাড়তে বাধ্য করল।যার কারণে আমি তৃণমূল বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেব।’
তিনি আরোও বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। সেই সময় আমি তাঁর কাছে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই। তিনি আশ্বস্ত করেছেন। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী সঙ্গে দেখা করায় শুক্রবার দুপুরে আমার দলীয় পদ স্থগিতের কথা জানিয়ে জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব আমাকে চিঠি পাঠান। সেই চিঠির জবাব দিতে গিয়ে আমি দল থেকে পদত্যাগ করি।

খোজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) জগন্নাথপুর উপজেলায় শাহীনূর পাশার বাড়ি। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। দলের একজন নীতিনির্ধারক ছিলেন তিনি। শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনে ২০০৫ সালের উপনির্বাচনসহ মোট পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে চারবার বিএনপি-জামায়াতের জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে, একবার নির্বাচন করেছেন নিজের দলের প্রতীক খেজুরগাছ নিয়ে।

এই আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর ২০০৫ সালের উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হন তিনি। উপনির্বাচনে তখন আওয়ামী লীগ অংশ নেয়নি। স্বতন্ত্র প্রার্থী বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে দুই বছরের জন্য সংসদ সদস্য হয়েছিলেন শাহীনুর পাশা চৌধুরী। এরপর ২০০৮, ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও আর জয়ী হতে পারেননি তিনি।