রাত ৩:০৬,   সোমবার,   ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি:
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে হাওরের পাশে ডুবার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বালিবিল হাওরের পাশের ডুবায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল দিপু দাসের ছেলে প্রমিত দাস (৫), প্রদীপ দাসের ছেলে রক্তিম দাস (৬), দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭) তারা সবাই একই গ্রামের বাসিন্দা। নিহত তিন শিশু প্রতিবেশী ও নিকটাত্মীয় ও সহপাঠি ছিল বলে জানা গেছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টা থেকে পরিবারের লোকজন এই তিন শিশুকে দেখতে না পেয়ে তারা খুঁজাখুঁজি শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হলেও খোঁজ পাওয়া যায় নি শিশু গুলোর।

এক পর্যায়ে তাদের গ্রামের নিকটবর্তী বালি বিলের ডুবায় তাদের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলা করতে গিয়ে তারা ডুবায় পড়ে গেছে। গ্রামবাসী আরও জানান, প্রথমে হয়তোবা একজন পড়ে গেছে তাকে উদ্ধার করতে গিয়ে এ ভাবে দু জনই ডুবার গর্তে আটকে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিউজসুনামগঞ্জকে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।

তিনি জানান, পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। আমরা ঘটনাস্হলে রয়েছি। প্রাথমিক ভাবে তদন্ত করে দেখবও শিশু গুলো কিভাবে বিলের ডুবাতে পড়লও। না কেউ তাদের সাথে শত্রুতা করেছে হত্যার উদ্দেশ্য। এখন আর বিস্তারিত কিছু বলতে পারবও না। আগে তদন্ত করে দেখি ঘটনা কি।