দুপুর ২:১২,   মঙ্গলবার,   ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দ্বিতীয় শ্রেণীর রেফারি হলেন মুক্তিযোদ্ধা সন্তান শাহিন

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ রেফারি এসোসিয়েশনের দ্বিতীয় শ্রেণীর রেফারি পদে উন্নীত হয়েছেন শাহিন রহমান। শনিবার (০৭ নভেম্বর) বাফুফের অন্তর্ভুক্ত বাংলাদেশ রেফারি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফিফা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় তৃতীয় শ্রেণীর রেফারি থেকে দ্বিতীয় শ্রেণীর রেফারিতে উন্নীত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে শাহিন রহমান বলেন, আজ অনানুষ্ঠানিকভাবে রেফারি এসোসিয়েশন কর্তৃপক্ষ আমাকে তথ্যটি জানিয়েছেন। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে।
শাহিন রহমান সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিবের ছেলে।
দ্বিতীয় শ্রেণীর রেফারি পদে উন্নীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে শাহিন রহমান বলেন, পরিবার-পরিজন ও সকল শুভাকাঙ্ক্ষীর দোয়ায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি দ্বিতীয় শ্রেণীর রেফারি পদে পদোন্নতি পেয়েছি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের পথ পাড়ি দিতে চাই।