রাত ১:৪৮,   সোমবার,   ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মধ্যরাতে তলিয়ে গেল হালির হাওর

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার:
ভাঙগ ঠেকাতে সবরকম চেষ্টা বিফলে গিয়ে জামালগঞ্জ উপজেলায় ফসল বাঁধ হালির হাওরের ধান তলিয়ে যাচ্ছে।
সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করছে বলে জানান বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার।
এসময় তিনি ফেইসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হল না, আমাদের সকল চেষ্টা বিফলে গিয়ে গিয়েছে হেরাকান্দি গ্রামের বাধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে।

লাইভে তিনি আশে পাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষার জন্য আসার জন্য অনুরোধ করেন।
এ ব্যাপারে জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবকে একাধিবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।