সকাল ৯:৩০,   শনিবার,   ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য সেবা উন্নয়নে স্হানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বয়ে ইউএসএআইডির উদ্যৌগে কর্মশালা

স্টাফ রিপোর্টার:

শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য সেবা উন্নয়নে স্হানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বয়ে ইউএসএআইডির উদ্যৌগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন সিলেট বিভাগের তিনটি জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার পৌরসভার স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

তিন পৌরসভার মেয়র গণের নেতৃত্বে এ সকল প্রতিনিধিরা উপস্থিত হন। সুনামগঞ্জ পৌরসভার নেতৃত্ব দেন সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত।

এ ছাড়াও উক্ত কর্মশালায় যোগ দেন স্যানিটেশন ও ওয়াশ কমিটির সদস্যরা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা অফিসের প্রতিনিধি।

ইউএস আইডি শহরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার জন্য কাজ করছে দীর্ঘ দিন ধরে। এখানে কর্মশালায় আসা জনপ্রতিনিধি ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। একই সাথে কিভাবে পৌর এলাকার নাগরিকদের বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সাথে সমন্বয় করে উন্নত প্রাথমিক চিকিৎসা দেয়া যার ঐ ব্যাপার নিয়ে আলোচনা করা হয়।

ইউএসএআইডি’র উদ্যৌগে তিনটি সিটি কর্পোরেশন ও ১১ টি জেলার পৌরসভার নাগরিক দরিদ্র জনগোষ্ঠীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

এই ধরনের কর্মশালায় সুনামগঞ্জ পৌরসভাকে আমন্ত্রণ জানানোয় ইউএসএআইডিকে ধন্যবাদ জানান মেয়র নাদের বখত।