সকাল ৮:৩৬,   শনিবার,   ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহরের লঞ্চ ঘাটে সড়ক নিমার্ণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় পুলিশ শহর পুলিশ ফাঁড়ির পাশের সড়কের নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে আর সিসি এ সড়ক নিমার্ণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফতাব মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী কয়েস আহমেদ, পৌর মেয়রের ব্যাক্তিগত সহকারি পার্থ প্রমুখ।

উদ্বোধন শেষে পৌর মেয়র নাদের বখত সাংবাদিকদের বলেন, আমার বড় ভাই প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুুল মারা যাওয়ার পর প্রবাস থেকে ছুটে আসি এ শহরের মানুষের টানে। এসে উপ-নির্বাচনে অংশ নেই৷ বিজয়ী হয়ে কম সময়ের জন্য মেয়রের দায়িত্ব নেই। ঐ সয়ম টা সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক কাজ করতে পারি নাই। পরে ২০২১ সালের নির্বাচনে আবারও অংশ নেই। শহরের মানুকে কথা দিয়েছিলাম আপনাদের জন্য কাজ করবও। সেটিই করছি। এই মৌসুমে শহরের বিভিন্ন অলিগলির রাস্তা নতুন করেছি। যে গুলো ভাংগা ছিল সে গুলো মেরামত করেছি। আর যে গুলা বাকি রয়েছে সে গুলো এই শীতের মধ্যেই শেষ করে ফেলবও। শহরের অনেক গুলা ড্রেন করেছি। আগের গুলা অনেক ড্রেন মেরামত করা হয়েছে। পৌরসভার অধীনে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছি সেখানে শহরের বাসিন্দারা নিয়মিত সেবা নিচ্ছেন। আমি শহরের মানুষের সুবিধার জন্য কাজ করে যেতে চাই।