রাত ৩:৪৭,   মঙ্গলবার,   ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শান্তিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ জন

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় থলেরবন্দ গ্রামে ঘোড়ায় লাথি মারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা দুপক্ষের ৮ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আব্দুল আওয়াল (৫৫) ও একই গ্রামের নুর মোহাম্মদ (২২)।

জানা যায়, সোমবার রাতে থলেরবন্দ গ্রামের আশিক মিয়ার বাড়ীর সামনে শের আলীর একটি ঘোড়া বেঁধে রাখেন। চলার পথে ওই ঘোড়া লাথি মারে আশিক মিয়ার ছেলে ফরিদকে। এতে আশিক আলীর ভাই সাহার আলী, শের আলীকে আশিক আলীর বাড়ীর সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করেন। এসময় শের আলীর লোকজন সাহার আলীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পরেন। এসময় আশিক আলী পক্ষের নুর মোহাম্মদ (২২) শের আলী পক্ষের আব্দুল আওয়াল (৫৫) গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

বিষটি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন, তিনি আরও জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নজরাধীন আছে