দুপুর ২:০৯,   শুক্রবার,   ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জের পাঁচটি আসনে এমপি হতে নৌকা চান পাঁচ আমলা

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী হতে চান সাবেক পাঁচ আমলা। সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। কয়েকজন ইতিমধ্যে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।

বাকীরাও মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।

সাবেক এই পাঁচ আমলা যে আসন গুলোতে মনোনয়ন চেয়েছেন সেগুলো হল সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন চান সাবেক অতিরিক্ত সচিব বিনয় ভূষণ তালুকদার।
সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন চান সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান।

সুনামগঞ্জ-৩ আবারও মনোনয়ন চান সাবেক অতিরিক্ত সচিব, বর্তমান সাংসদ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সুনামগঞ্জ -৪ মনোনয়ন চান সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন চান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান। এখন পর্যন্ত নজিবুর রহমান মনোনয়ন ফরম ক্রয় করেন নি। অন্য চার জন মনোনয়ন ফরম ক্রয় করে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কানাঘুষা।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে আসন গুলোতে নৌকার প্রার্থী দেবেন আমরা তার পক্ষেই মাঠে থেকে কাজ করে যাবো এবং তাকে বিজয়ী করব।