রাত ৪:৪৬,   বুধবার,   ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপি’র ঘন্টাব্যাপী সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
হরতাল সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপি’র ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ দুইজন সংবাদকর্মী আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ জানায়, হরতাল সর্মথনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস-স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল দিতে চাইলে পুলিশ ধাওয়া করে। এতে শহরের দুই দিক থেকে পুলিশ ঘিরে বিএনপির নেতাকর্মী ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে দুই জন চিত্রগ্রাহক আহত হয়েছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়েছি এতে বিএনপির নেতাকর্মীরা চত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।