বিকাল ৫:৪৭,   মঙ্গলবার,   ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তাহিরপুরে সড়ক পানিতে ডুবে যাওয়ায় সদরের সাথে যোগাযোগ বিছিন্ন

স্টাফ রিপোর্টার:
তাহিরপুর উপজেলায় টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি সমতল থেকে বিপদসীমার ১৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে পানিতে-সুনামগঞ্জ- তাহিরপুর সড়ক পথে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে পানি বাড়তে থাকে এখন পর্যন্ত পানি বৃদ্ধা অব্যাহত রয়েছে।
তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রীজের সম্মুখে সড়কটিও পাহাড়ী ঢলে পানিতে ডুবে গেছে। এতে করে ঐ দিকেও সুনামগঞ্জের সাথে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। হাঠাৎ করেই বন্যার কবলে পড়ে মানুষ প্রায় দিশে হারা হয়ে পড়েছে।



তাহিরপুর উপজেলার বাসিন্দা মুন্না মিয়া বলেন, টানা বৃষ্টিপাতে সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুর যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে আমি আজকে সুনামগঞ্জ যাওয়ার সময় রাস্তা ডুবে যাওয়ার কারণে আবার তাহিরপুর ফিরে এসেছি।

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী সাইফুল খান জানান,পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়া যাদুকাটা নদী হয়ে রক্তি নদী দিয়ে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। এ কারনে বাজারে সম্মুখের ব্রীজ পাড় হয়ে জেলা সদরে যাওয়ার সড়কটি নিচু থাকায় পাহাড়ী ঢলে পানিতে ডুবে আছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা সদরগামী মানুষ নৌকা নিয়ে কোন রকম পাড় হচ্ছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, টানা বৃষ্টিপাতে উপজেলার নদ নদী ও নিন্মাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে সুনামগঞ্জের সাথে তাহিরপুর যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।